An Interlude of Clarity

July 14, 2021

সাব্বির চেঁচিয়ে বলতে থাকলো, ” এইসব কি বালছাল রান্না করসো - সারাদিন অফিস শেষে এইসব মুখে দেয়া যায়? যত্তসব…”

নীরা অন্যসময় হলে বলত, “অফিস তো আমিও করেছি”, কিন্ত আজ কিছু বললো না। সাব্বির চেঁচাতে থাকে, তার শব্দতরঙ্গের দৈর্ঘ্য কমতে থাকে - একটা সময় নীরার কাছে সেটি শব্দোত্তর তরঙ্গের মত আসতে থাকে - নীরা কিছু শুনতে পায়না।

নীরা চুপ চাপ তার নিশঃব্দ নীরব ঘরটায় নয় বছরের এক অচেনা মানুষ কে নিঃশব্দে চেঁচাতে দেখছে - সম্পর্কটা তার জন্য ঠিক এই মুহুর্তে শেষ হয়ে গেল - মুহুর্তটা উপভোগ করা দরকার, নীরা মুগ্ধ দৃষ্টিতে চেয়েই থাকছে।