নয়টি ডেট

October 24, 2020

“অ্যাই, তুমি আমার হাত ধরলা ক্যান?”, বড় বড় চোখ দুটো আরও বড় করে রিকশায় পাশে বসা অপর্ণা ঘুরে আমার দিকে তাকাল।

সে চোখের গভীরতায় আমি তলিয়ে যেতে যেতে বললাম, “ক্যান ধরলে সমস্যা কি?”

“তোমাকে কি আমি পারমিশন দিসি? প্রথম ডেটেই হাত ধরে ফেললা!”

“আরেহ ভয় পেও না, পরের ডেটগুলতে শুধু হাতই ধরব।”

” চুপ !”

আমি বললাম, “তুই চুপ, এই রিকশায় বসে আছি, কাঁধের সাথে কাঁধ লেগে আছে, তখন তো কোন সমস্যা হয় নি”

“এই মতলব ছিল তোমার? এজন্য হাঁটা রাস্তা রিকশায় উঠালে?”

জবাবে আমি কিছুই বললাম না, নরম হাতটাকে আরো শক্ত করে ধরলাম, ছাড়তে ইচ্ছা করছেনা একদম, বনানীর রাস্তা কেটে রিকশাটি নর্থ এন্ডের দিকে ছুটে ছুটে যেতে থাকে, আমার মনে হতে থাকে তীব্র ভালবাসা থেকে সৃষ্ট স্পর্শ বলই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।

“অ্যাই হাত ছাড়, নর্থ এন্ড চলে এসেছি।”

আমি প্রকাশ্যে হাত ছাড়লাম, এবং গোপনে দীর্ঘশ্বাস ছাড়লাম। প্রথম হাত ছাড়া এইটা, এইভাবে আর গুনে গুনে আটবার ছাড়তে পারবো।

অপর্না বলে দিয়েছে, সপ্তাহে একটা ডেট … ডাক্তার বলে দিয়েছে, আর নয়টি সপ্তাহ।