Matilda

August 19, 2020

আমি বললাম, “এই তবে শেষ দেখা ম্যাটিলডা?”

ম্যাটিলডার ছোট চোখগুলোয় এক বিশাল শূন্যতা, “তোমার কোন দোষ নেই - কিন্তু আমি তোমার সাথে সুখী নই। চললাম।”

ম্যাটিলডা চেয়ারের উপর রাখা জ্যাকেটটি গায়ে দিল, দরজা খুলে নিশব্দে বেরিয়ে গেল। একই রকম ভাবে দুঃখ দিয়ে, একই রকম ভাবে দুঃখ পেয়ে।

আমি মুগ্ধ দৃষ্টিতে অষ্টম ম্যাটিলডাকে চলে যেতে দেখলাম, বলে না দিলে বোঝার উপায় নেই শেষ সাতটি ম্যাটিলডাকে আমি বানিয়েছি, আমার হাতে, আমার ল্যাবে।