তোমার দেয়া আমার কোন নাম ছিলোনা
July 27, 2020
“আমার টিপ টা ঠিক আছে?”, ফারিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে সুব্রতের দিকে তাকালো।
সুব্রত এসব ভাল বোঝেনা, এখন যদি বলে ঠিক আছে - তাহলে ফারিয়া ভাববে ও ঠিক মত দেখেনি - তাই সে সেইফ অপশনে গেল, “ঠিক আছে - অল্প একটু ডানে সরালে ভাল হয় - এই অল্প একটু … এইবার ঠিক আছে, পারফেক্ট!”
ফারিয়া দাঁড়িয়ে ছিল, এইবার বিছানায় বসল, “বল , আমাকে কেমন লাগছে?”
সুব্রত আড়চোখে দরজাটা বন্ধ আছে কিনা দেখল, এই সময় জাস্ট সুন্দর লাগছে বললে হবে না। প্রথমে একটা স্পেসিফিক কমপ্লিমেন্ট দেয়া লাগবে, তারপর জেনেরিক, “ফারিয়া, তোমার চুল গুলো বেশ ওয়েভি দেখাচ্ছে… অসাধারণ সুন্দর লাগছে চুলগুলো, তুমি আমার দেখা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে!”
সত্য বলুক মিথ্যা বলুক, ফারিয়া অসম্ভব খুশি হলো, “সুব্রত - আই লাভ ইউ” বলে ফারিয়া একটা সাইড হাগ দিল - “তুমি আমার জীবনে দেখা সবচেয়ে আন্ডারস্ট্যান্ডিং পুরুষ - ঠিক একারণেই আমি তোমাকে বিয়ে করতে চাই”
আবুল ভিডিওটা ২০ মিনিট টেনে দিল, থাম্বনাইলে ৪৩ মিনিট দেখেই সন্দেহ হয়েছিল - প্রথম ২০ মিনিট আজাইরা।