মানুষের মাংস

July 27, 2020

মানুষের মাংস খাইনি প্রায় দুই বছর।

আজ ফাবিহার বার্থডে, সারপ্রাইজ হিসেবে মানুষের মাংস নিয়ে যাব বলে ঠিক করেছি, মেয়েটা খুব পছন্দ করে। বছর দশেক আগেও বাজারে সস্তায় পাওয়া যেত, কিন্তু কিছু গাধা মানুষের মনে হলো মানুষের মাংস খাওয়া এক ধরণের অসভ্যতা। মানে, এই ধরণের পাবলিক সব সময় থাকবেই - প্রাচীন কালে অনেকে নাকি ভেজেটেরিয়ান ছিল, লতা পাতা ছাড়া কিছুই খাবেনা! উফফ মানুষ পারেও!

প্যারিসের সেই আন্দোলনের পরে এখন বাজারে মানুষের মাংস কেনা কাটা বন্ধ। শুধু মাত্র যখন রেপের কারণে কারো মৃত্যুদন্ড এক্সিকিউট করা হয়, তখন ফাঁসির বদলে তাকে জবাই করে কেটে কুটে মাংস বিক্রি করা হয়।

বাজে সিস্টেম। খুনের বেলায় ফাঁসির বদলে কেটে কুটে মাংস বিক্রি করলে তাও কিন্ত সাপ্লাই একটু বাড়ত। এই রকম দন্ডের কারণে রেইপ কমে গেছে, তাই তিন বছরে একবারও পেটে মানুষের মাংস জোটেনা।আজ দুই বছর পর আমি তাই অধীর আগ্রহে লাইনে দাড়িয়ে থাকলাম।

ভিক্টিম মেয়েটি নিজের হাতে এই এক্সিকিউশনে রাজি হয়েছে, জানোয়ারটিকে মাটিতে বেঁধে রাখা - মেয়েটি ধারাল ছুরি হাতে ধীরে ধীরে এগিয়ে যায়। আমি অধীর আগ্রহে বাজারের ব্যাগ হাতে দাড়িয়ে থাকি - সারপ্রাইজ পেয়ে ফাবিহা নিশ্চয় খুব খুশি হবে!