Heartless Soulamte

February 29, 2020

আমি একটা শব্দ, আমার নাম হার্টলেস।

ভুল ভাবছেন, আমি আপনার ডিকশনারির হার্টলেস না- ঐটার কখনওই প্রাণ ছিলনা, কিন্তু আমার এক সময় ছিল। আমার জন্ম হয়েছিল দুজন মানুষের ভালবাসার শুরুতে, প্রত্যেকটা সম্পর্কে একটা ইউনিক বিশেষণ থাকে। একজন আরেকজন কে সেই বিশেষণে ডাকে, সম্পর্কের শুরুর দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত।

ঠিক ধরেছেন, আমি মরে গেছি - কিন্তু আমার একটা ভাই , আরেকটা বোন আছে। ‘সোলমেট’ আর ‘অ্যাই ’। ওরা ভাল আছে, ওরা ভাল থাকুক।