ক্যাপ্টেন নীরা
August 29, 2020
“ক্যাপ্টেন নীরা, একটা কথা বলবো?”
নীরা তার সামনের নীকষ কালো শূণ্যতায় শূণ্য দৃষ্টিতে তাকিয়ে বলল, “থাক তুশান।”
আমি আমার স্পেসস্যুট টা আবার চেক করলাম, দশ মিনিটের অক্সিজেন বাকী আর, কি আসে যায় … বলে দেই, “নীরা আমি আপনাকে - ”
নীরা আমাকে থামিয়ে দিয়ে বলল,” প্লীজ, ড্রামা করার দরকার নেই, এই রকম মুহুর্ত আমার জীবনে আসবে আমি জানতাম, সেই মুহুর্তে একটা ছেলে আমার পাশে থাকলে প্রোপজ করতো, এইটাও জানতাম। ছেলেরা এরকমই। মরার আগ পর্যন্ত চান্স পেলে ছাড়েনা।”
নীরা বলে চলল, “যদি এতই ভালবাসা থাকে, তাহলে তোমার স্পেস স্যুট থেকে পাঁচ মিনিটের অক্সিজেন দাও আমাকে। আমি আরো পাঁচটা মিনিট বেশী বাঁচতে চাই। দেবে?” আমি একটু হকচকিয়ে তাকিয়ে রইলাম।