বাক্সে বাক্সে বন্দী বাক্স, বাক্সে বাক্সে স্বপ্ন আঁকা
August 29, 2020
আমি নীরাকে জড়িয়ে ধরলাম, কাঁদছে সে, ” বললাম একটা হাত ই তো … এত মন খারাপ করো না প্লিজ…”
নীরা আমার পা এর দিকে তাকালো, একটা পা আমার - বলল, “তোমার একটু ও খারাপ লাগে না … এইটাকে জীবন বলে? জন্ম থেকে এই একটা সেলে পড়ে আছি, স্বাধীনতা নেই, মানা যায় … তাই বলে নিজের শরীরের উপর ও অধিকার নেই? যখন তখন এসে আমাদের হাত পা কেটে নিবে ওরা?”
আমি আরও শক্ত করে নীরা কে জড়িয়ে ধরলাম, ওকে আর বললাম না যে আমি জানতে পেরেছি যে নীরার মস্তিষ্কের জন্য অলরেডি অর্ডার চলে এসেছে… আর মাত্র ১১ দিন পরেই ডেলিভারি ডেট। আমরা যারা ক্লোন, আমাদের অনেক সত্যিই এইভাবে চেপে যেতে হয়।