চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা

August 30, 2020

মেয়েটা বলল, ” আচ্ছা কাপুরূষতো তুমি ! বেশতো কাধের উপর হাত রেখে হাটছিলে.. হোস্টেলের সামনে আসতেই এত্তো গ্যাপ ? ”

আমি জবাবে মেয়েটাকে জড়িয়ে ধরলাম, বাধা দিতে গিয়েও থেমে গেল মেয়েটা , রাস্তায়, সোডিয়ামের নিচে , নরম সোডিয়াম গলে গলে পড়ছিল.. স্তরে স্তরে , তরলের মতোন, অন্তরে অন্তরে, অন্তরীক্ষের আড়ালে…